টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্য সহকারীরা। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
স্বাস্থ্য সহকারীদের এ কর্মবিরতির কারণে আগামী ১২ অক্টোবর শুরু হতে যাওয়া উপজেলাব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি মা ও শিশুদের নিয়মিত টিকাদান সেবাও ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন সংগঠনের উপজেলা সভাপতি সেলিম মিয়া, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুল আলম এবং মহিলা সাংগঠনিক মলি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, ছয় দফা দাবির ন্যায়সঙ্গত সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।