টাঙ্গাইলের দেলদুয়ার থেকে ১০ লক্ষ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

খবরবাংলা : টাঙ্গাইলের দেলদুয়ার থেকে একশ’ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. রনি মিয়া (২৫) উপজেলার দারকোল পশ্চিমপাড়া নিবাসী আ. লতিফ এর ছেলে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ০১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), পিপিএম, বিএন জানান, জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

এ সময় কোম্পানী কমান্ডার আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. রনির দেয়া তথ্য মোতাবেক তার ঘর থেকে একশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা – অলক কুমার