টাঙ্গাইলের ধনবাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ বাস্তবায়ন উপলক্ষ্যে শিক্ষক,ধর্মীয় ও কমিউনিটি লিডারগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে বুধবার (২০ আগষ্ট) ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনজিলুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড সুপারভাইজার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ এবং উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিলুফার ইয়াসমিন ।
এছাড়াও অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ, কমিউনিটি লিডারগণ, মসজিদের ইমাম বৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন