টাঙ্গাইলের বাসাইলের ১শ’ মসজিদে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহউদ্দিন আলমগীর রাসেল।
বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম প্রমুখ।
পরে লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহউদ্দিন আলমগীর রাসেল একশ’ মসজিদকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়।
এসময় বিভিন্ন মসজিদের ইমাম, ময়াজ্জিন, বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছি। এখনো আমি মানুষের কল্যানে কাজ করছি৷ আমি আগামীতে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই৷