টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি, দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার কাশিল বটতলা বাজার প্রাঙ্গণে এ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী খলিলুর রহমান খোকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ও বাসাইল উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান রোমান।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আরও বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশের কল্যাণ ও দলের অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।