টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সামাজিক কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (২৮ জুলাই) রাতে গোড়াই ইউনিয়নের পথহারা-বেত্রাসিন গ্রামের সামাজিক কবরস্থান থেকে চোরের দল এই কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া কঙ্কালের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষের কঙ্কাল রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
জানা গেছে, ওই কবরস্থানের মূল ফটকে সম্প্রতি নির্মাণকাজ চলছিল। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শ্রমিকরা কবরস্থানে পৌঁছে ১২টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। তদন্তে জানা যায়, এক বছর আগে মৃত তিন নারী ও দুই বছর আগে মারা যাওয়া তিন পুরুষের কবর থেকে কঙ্কাল চুরি করা হয়। তবে বাকি ছয়টি কবর থেকে মরদেহের পচন না হওয়ায় সেখান থেকে চুরি সম্ভব হয়নি।
পথহারা গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ জানান, তার চাচা সলিম উদ্দিনের কবরও চোরেরা খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে। বিষয়টি গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে এলাকায়। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে এই কাজটি সংঘটিত করেছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনা সম্পর্কে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, এমন ঘটনা ভবিষ্যতে রোধে কবরস্থানে নিরাপত্তা জোরদার ও এলাকার সন্দেহভাজনদের নজরদারিতে আনার ব্যবস্থা নেওয়া হোক।