টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ ছাড়পত্র না থাকা সত্ত্বেও পরিচালিত একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার পাথরঘাটা এলাকায় মেসার্স আই বি এল ব্রিকস নামের ইটভাটায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম। এসময় ইটভাটার চিমনী ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।









