টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি রাস্তার জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গত রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের পথহারা গ্রামের মধ্যপাড়ায় নারী-পুরুষরা রাস্তার ওপর দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন।
স্থানীয়রা জানান, পথহারা গ্রামের মধ্যপাড়ার আক্কাছ মিয়ার বাড়ি থেকে মালেকের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্যের এই সরকারি রাস্তা দিয়ে প্রায় ৩০টি পরিবার নিয়মিত চলাচল করে। রাস্তার পাশের কৃষি জমির ফসলও এ পথ দিয়েই বাড়িতে আনা হয়।
তবে তিন বছর আগে স্থানীয় রওশন আলী নামে এক ব্যক্তি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে রাস্তাটির কিছু অংশ দখল করে পাকা একতলা ভবন এবং জাহির উদ্দিন আরেকটি ঘর নির্মাণ করেন বলে অভিযোগ এলাকাবাসীর। ভবন নির্মাণের শুরুতে লিখিত অভিযোগ দেওয়া হলেও দখলমুক্ত হয়নি রাস্তা। ইউপি চেয়ারম্যান সরেজমিনে গিয়ে কাজ বন্ধ রাখতে বললেও তা অমান্য করে ভবন নির্মাণ অব্যাহত রাখা হয়।
গোড়াই ইউপি থেকে এই রাস্তায় মাটি ভরাটের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও পাকা ভবন থাকায় মাটি ভরাট কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য আলাল উদ্দিন।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রামের বাসিন্দা সাদেক সিকদার জানান, তারই ভাতিজা রওশন আলী রাস্তার কিছু জমি দখল করে পাকা ভবন করেছেন। মোকাদ্দেছ আলী বলেন, এটি গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। দখলের কারণে ৩০টি পরিবারের চলাচলে ভোগান্তি হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত রওশন আলী দাবি করেছেন, তার ভবনের ভেতরে চার ফুট রাস্তার অংশ রয়েছে তবে তিনি পাশের পুকুরপাড় থেকে জমি ছেড়ে দিতে রাজি আছেন।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন, এ নিয়ে এলাকার মানুষ অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।