টাঙ্গাইল সদরের সাবালিয়া এলাকায় আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৯টার দিকে সরকার হাসপাতালের ভবনের ৬ তলায় একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাসিন্দাদের বরাতে জানা যায়, দিনের আলোতেই চোরেরা সুযোগ বুঝে ফ্ল্যাটে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
চুরির ঘটনায় ফ্ল্যাটে বসবাসকারী মানুষেরা জানান, বাসা থেকে একটি স্মার্টফোন, একটি ল্যাপটপ ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ চুরি হয়েছে। ঘটনার সময় বাসার সদস্যরা কেউ কেউ বাইরে ছিলেন বলে জানা গেছে। চুরির বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এই বাক্তিকে কেউ যদি চিনে থেকেন তাহলে এই নম্বর এ যোগাযোগ করবেন ১/ ০১৬৯০২৮৩৫৯৫ অথবা ২/ ০১৬২৭৭১২২৬৯










