টাঙ্গাইলের সখিপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ান দক্ষিণপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জুয়েল (৩৮), তিনি স্থানীয় মজনু সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিষয়ে কলহ চলছিল। শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে, স্বামী জুয়েল ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী তানিয়া (৩০) একটি গজারি কাঠের লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়।
জুয়েলের মৃত্যুর পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তানিয়াকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তানিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “স্বামী হত্যার অভিযোগে স্ত্রী তানিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি একটি পারিবারিক সহিংসতার ফল বলেই মনে হচ্ছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।