ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার ৮টি আসনে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্য থেকে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেষ দিনে টাঙ্গাইল- ১, ২, ৩ ও ৪ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। এদিন টাঙ্গাইল-৫ (সদর) ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন, টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জন, টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনের ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন ও টাঙ্গাইল ৮ (সখিপুর-বাসাইল) আসনের ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনসহ মোট ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
এর আগে শুক্রবার টাঙ্গাইল- ১, ২, ৩ ও ৪ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। ওই চার আসনের টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ৩ জন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ১ জন, টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনের ২ জন ও টাঙ্গাইল ৪ (কালিহাতি) আসনের ৩ জনসহ মোট ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফা হক বলেন, যাচাই বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকা, যথাযথ নিয়মে ফরম পূরণ না করা, দলীয় মনোনয়ন জমা না দেওয়া, ভোটার তালিকা ত্রুটিপূর্ণসহ নানা কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।











