নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি, পুষ্পার্ঘ অর্পন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে শহরের ভাসানী হলের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।
সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর, সঙ্গে ছিলেন সারারণ সম্পাদক এমএ রৌফ।
এসময় টাঙ্গাইল জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো. নুরুল ইসলাম মাতাব্বর, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহবায়ক মো. মোস্তফা মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফরিদ উদ্দিন আহমেদ, সামান্ত কুমার রাজবংশী, মঞ্জুরুল রশিদ মামুন, আমীর হামজা, ডা. খান তাজুল আরফিন রাসেল, ফারুক হোসেন খান (রাসেল), মীর ইমরুল হাসান, মোসা. আয়েশা আক্তার।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপাল চন্দ্র রাজবংশী, জহিদুল হক জুয়েল, মীর শামছউদ্দিন সায়েম, মনির হোসেন, ইমরান হোসেন, সীমা সাহা।
এছাড়া উপস্থিত ছিলেন, মনির হোসেন, আজিম হোসেন, মোসা. শামীমা নাছরিন, ফিরোজ আল-মামুন, আজিম হোসেন, সরোয়ার হোসেন, রুপচান বেপারী, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান, সাধন কুমার দাস প্রমুখ।