টাঙ্গাইলে সোমবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। ‘প্রযুক্তির যুগে, সাক্ষরতার প্রসার’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিলিত হয়।
দিবসের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা অর্জনে সচেতনতা ও শিক্ষার প্রসার নিশ্চিত করা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নিরক্ষরতা এখনও অন্যতম প্রধান বাধা, তাই সকলকে একযোগে কাজ করতে হবে।