গোপালপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, মূল হোতাসহ গ্রেপ্তার ২

গোপালপুর সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে পুলিশদের মারধর করে ওয়ারেন্টভূক্ত আসামি ছিনতাই ঘটনার মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনায় গোপালপুর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

মামলায় ১৫ জন নামীয় ও বাকীদের অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর – ১০, তারিখ – ২২/০১/২০২২।

এই ঘটনায় সাহসিকতার সাথে আসামিকে হেফাজতে রাখার চেষ্টা করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেয়।

ওসি আরো জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

আরো পড়ুন – টাঙ্গাইলে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

গ্রেপ্তারকৃতরা হলো, ছিনতাই হওয়া ওয়ারেন্টভ‚ক্ত আসামি চিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিপন (৩৮), ও আসামি ছিনতাইয়ের ঘটনার মূল হোতা ভুটিয়া গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে মিজানুর রহমান (৪০)।

এই ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন, এসআই শফিকুল ইসলাম ও কন্সটেবল মাখন চন্দ্র সূত্রধর।

উল্লেখ্য, চিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিপন (৩৮) একজন ওয়ারেন্টভ‚ক্ত আসামি।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন, এসআই শফিকুল ইসলাম ও কন্সটেবল মাখন চন্দ্র সূত্রধর আসামীকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে থানায় নেয়ার পথে ওই গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ছিনতাই করে নিয়ে যায়।

পরে ওসি মো. মোশারফ হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে হ্যান্ডকাপসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা – অলক কুমার