টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের স্ত্রী রুবি আক্তার কণাকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (২৮ মে) রাতে উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারের ভাড়া বাসা থেকে ৭০ পিস ইয়াবাসহ রুবিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুই সহযোগী হলেন, পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়ার স্বপন মিয়া (৪৮) এবং পাশের সখীপুর উপজেলার হাতিয়া রাজাবাড়ি গ্রামের সজীব দেওয়ান (৩১)।
এলাকাবাসী জানান, পরবর্তীতে যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম উপজেলা আওয়ামী লীগের সদস্য হন। তার পর থেকেই তিনি ও তার স্ত্রী মিলে এলাকায় ইয়াবার সাম্রাজ্য গড়ে তোলেন। ৫ আগস্টের পর জিএস সেলিম সিকদার আত্মগোপনে চলে গেলেও তাদের ব্যবসা চালিয়ে যেতেন তার স্ত্রী রুবি আক্তার কণা।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ‘নারীসহ তিনজনের নামে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’