আদালত প্রতিবেদক : টাঙ্গাইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
একই মামলায় আরো একজনকে দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শাহারিয়ার খান মঙ্গলবার বিকেলে এ রায় দেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মিজানুর রহমান (২২)।
তিনি সখীপুর উপজেলার নলুয়া গ্রামের আড়ালিয়াপাড়া গ্রামের ফজলুল করিমের ছেলে।
দুই বছরের কারাদন্ডপ্রাপ্ত হচ্ছেন- রাসেল মিয়া (২৫)। তিনি একই গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে।
অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর আসামী একই উপজেলার যাদবপুর গ্রামের আব্দুর করিমের ছেলে মো পাভেল মিয়াকে (২৫) খালাস দিয়েছেন আদালত।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি খোরশেদ আলম জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০১৯ সালের ২ জুন গোপন খবরের ভিত্তিতে সখীপুরের নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় দন্ডিত মিজানুর রহমানের কাছ থেকে এক হাজার দুই পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এছাড়া রাসেলের কাছ থেকে একশ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হিরোইন উদ্ধার করে।
ওই দিনই জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান বাদি হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন।
পরে সখীপুর থানার উপ-পরিদর্শক ছবেদ আলী তদন্ত শেষে ২০১৯ সাথে ৩১ জুলাই আসামী মিজানুর রহমান, রাসেল মিয়া ও পাভেল মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেন।
রায় ঘোষণার সময় রাসেল অনুপস্থিত ছিল। তবে মামলার প্রধান আসামী মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। সম্পাদনা – অলক কুমার