জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে বিশাল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইল শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহরের প্রধান সড়কগুলো ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত করা হয়েছে।
পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, কর্মসূচিকে কেন্দ্র করে ৯০০-এর বেশি পুলিশ সদস্য, যার মধ্যে এপিবিএনের ৭০ সদস্য, নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সোমবার (২৮ জুলাই) রাতেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী টাঙ্গাইলে পৌঁছান। তাঁরা মওলানা ভাসানীর মাজার জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
পদযাত্রায় অংশ নিচ্ছেন দলের শীর্ষ নেতারা—সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, সারোয়ার নিভা ও ডা. তাজনুভা জাবিন।
পদযাত্রাটি সকাল ১০টা ৩০ মিনিটে শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।
এনসিপি নেতা আজাদ খান ভাসানী বলেন, “টাঙ্গাইলের নিরালা মোড় ২০২৪ সালের গণ-আন্দোলনের অন্যতম ঐতিহাসিক স্থান। এবারও সেই মাটি ছুঁয়ে তৈরি হবে নতুন ইতিহাস।”