নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে একটি কাভার্ডভ্যান থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১ মার্চ) ভোরে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর মেসার্স সবুর অ্যান্ড কোং এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
এসময় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
র্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঝুগিয়া গ্রামের মজিবর মোল্লার ছেলে সেলিম (৩৩); বরগুনা জেলার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের মৃত আ. গনি হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩৪) এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাকরাইল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সিদ্দিক আলী (৪৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
এসময় ওই কাভার্ডভ্যান থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে; এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছে ৪টি মোবাইল, ৪টি সিম কার্ড এবং নগদ ৯ হাজার ৯৬৫ টাকা জব্দ করা হয়।
এসময় কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য সাত লাখ ৪০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার