তরুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে বালক অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ অর্থবছরের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল কোচ রনজিৎ রায়।
জানা গেছে, টাঙ্গাইল জেলার মোট ৪০ জন অনূর্ধ্ব-১৫ বালক ফুটবলারকে নিয়ে ২১ দিনের টানা প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হবে। ক্যাম্পের লক্ষ্য—তরুণ ফুটবলারদের দক্ষতা বৃদ্ধি, প্রতিভা খুঁজে বের করা এবং ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করা। এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে টাঙ্গাইল স্টেডিয়াম মাঠে নির্ধারিত সময়সূচি অনুযায়ী।











