কালিহাতী প্রতিনিধি : ঢেউয়ের কলতান, হেইয়োরে হেইয়ো আর সারিবদ্ধ বৈঠার ছলাত ছলাত শব্দে উত্তাল টাঙ্গাইলের পৌলী-মহেলা নদী।
আর দু’পাড়ের হাজারো দর্শকের করতালিতে উৎসব মুখর পরিবেশ।
প্রচন্ড রোদ উপেক্ষা করে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন নদীপাড়ে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা গ্রামবাসীর আয়োজনে পৌলী-মহেলা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫অক্টোবর) দুপুরে এ বাইচ শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।
নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে ওই এলাকায়। আশপাশের অন্যান্য এলাকা থেকেও বৃদ্ধ, পুরুষ, মহিলা ও শিশুরাও এ নৌকা বাইচ দেখতে আসেন।
প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে ৫০টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। বাদ্যযন্ত্রের তাল আর বৈঠার ছপ ছপ শব্দে যেন একাকার ওই নদী।
কেউ আবার ছোট নৌকা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে নদীর বিভিন্ন স্থানে জমায়েত হন। নৌকা বাইচ উপলক্ষে নদীর দু-ধারে বিভিন্ন দোকান বসে।
আয়োজিত এ নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের একতা ক্লাবের নৌকা।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার নিউ হীরার তরী নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার প্রথম আলো নৌকা। সম্পাদনা – অলক কুমার