টাঙ্গাইলের ঘাটাইলে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনাল অফিসের আওতাধীন ঘাটাইল জোনাল অফিসে জমজমাট ও প্রাণবন্ত প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ঘাটাইল জোন সার্ভিসিং সেন্টারের আয়োজনে অফিস কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল জোনাল অফিস ইনচার্জ ও সহকারী এজেন্সি ডিরেক্টর মোঃ শিবলু মিয়া এবং সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামরুজ্জামান ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সফলতা কখনো হঠাৎ আসে না, এটি আসে পরিশ্রম, সততা ও নিবেদনের মাধ্যমে। আপনারা শুধু একটি পেশায় কাজ করছেন না, বরং মানুষের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষার এক মহৎ দায়িত্ব পালন করছেন। প্রতিটি গ্রাহকই আপনার কাছে একটি পরিবারের স্বপ্ন ও নিরাপত্তা অর্পণ করে — এই বিশ্বাস রক্ষা করাই আমাদের আসল জয়।”
প্রধান প্রশিক্ষক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জামিল উদ্দিন (মিন্টু) সেলস টেকনিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “বিক্রি শুধু লেনদেন নয়, এটি আস্থা গড়ে তোলার শিল্প। একজন দক্ষ সেলস পার্সন কখনো শুধু পলিসি বিক্রি করেন না — তিনি মানুষের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যৎ বিক্রি করেন। আন্তরিকতা, মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টাই একজন এজেন্টকে অসাধারণ করে তোলে।”নতুন কর্মীদের জন্য এই সভায় অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা এবং আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।