টাঙ্গাইলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য ওলামা-মাশায়েখ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদীন, শাইখুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (দা:বা:), শায়েখে চরমোনাই।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী (দা:বা:)। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামছুজ্জামান (দা:বা:)। এছাড়া বিশেষ মেহমান ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের টাঙ্গাইল জেলা প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ারুল ইসলাম (দা:বা:) এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার (দা:বা:)।
এ সময় আরও বক্তব্য রাখেন মুফতি শামসুদ্দোহা আশরাফী (দা:বা:), মুফতি লুৎফর রহমান ফরায়েজী (দা:বা:), মুফতি রিজওয়ান রফিকী (দা:বা:), মুফতি আলী আজাদ সাকাফীসহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম।
সেমিনারে শায়েখে চরমোনাই বলেন, “এ দেশ ও রাষ্ট্র ওলামায়ে কেরামগণের কাছে নিরাপদ। তাই দেশের উন্নয়নের স্বার্থে উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল করীম (দা:বা:) এবং সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ রেজাউল করিম রাজু (দা:বা:)।