টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় কাবাডি (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শহীদ মারুফ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।
ব্রহ্মপুত্র জোনের প্রধান সমন্বয়কারী, জাতীয় দলের সাবেক কাবাডি খেলোয়াড় ও আন্তর্জাতিক রেফারি আজগর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক, কোষাধ্যক্ষ মনির হোসেন ও সদস্য মাসুদুর রহমান চুন্নু।
এবারের প্রতিযোগিতায় ৭টি জেলার পুরুষ দল এবং ৬টি জেলার নারী দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় পুরুষ বিভাগে টাঙ্গাইল দল (৪৪-১২) পয়েন্টে মানিকগঞ্জ দলকে হারিয়ে জয় লাভ করে। অন্যদিকে নারী বিভাগে টাঙ্গাইল দল (৫৪-৮) পয়েন্টে গাজীপুর দলকে পরাজিত করে প্রথম ম্যাচেই সাফল্য অর্জন করে।