টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। অপরদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভিক্টোরিয়া রোড হয়ে থানাপাড়া এলাকায় পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে তারা জাতীয় পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর চালায়।
পরে মিছিল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জলফৈই বাইপাস এলাকায় অবরোধ সৃষ্টি করে নেতাকর্মীরা। এসময় প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।
তবে এ অভিযোগ অস্বীকার করে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাগর বলেন, “ভিপি নুরের ওপর অন্যায়ভাবে জাতীয় পার্টির নেতাকর্মীরা মব সৃষ্টি করে হামলা চালিয়েছে। দেশে এখনও স্বৈরাচারের দোসর জাপার মধ্যে সক্রিয়। আমরা দাবি করছি, দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”