টাঙ্গাইলে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

জাতীয় আইন সহায়তা দিবস

নিজস্ব প্রতিবেদক : বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা; এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে টাঙ্গাইলে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি আদালত প্রাঙ্গণের গুরুত্বপপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে শেষ হয়।

এ সময় জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ জেলা আদালতের সকল বিচারক এবং আইনজীবীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, দেশে এখন আইনি সহায়তা পেতে কোন প্রকার টাকা লাগে না।

বর্তমান সরকার এই নিশ্চয়তা দিয়ে এইবার কাজ শুরু করেছে জেলা আইনগত হায়তা প্রদান কমিটি টাঙ্গাইল শাখা।

সব সময় অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। অন্যায় কে প্রশ্রয় দিবনা ও সৎ কাজের সঙ্গে থাকবো।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের, নারী ও শিশু দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়াসমিন ও জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি। সম্পাদনা – অলক কুমার