টাঙ্গাইলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজন করা হয়েছে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্ল্যাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান, ২০২৪ সালের আন্দোলনে শহীদ হওয়া মারুফের মা মোরশেদা বেগম, শহীদ ইমনের মা রিনা খাতুন, এবং চিকিৎসক ডা. মনিয়া আক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“জুলাই-আগস্টের আন্দোলন কেবল ইতিহাস নয়, এটি গণতন্ত্র, মানবতা ও সাম্যের প্রতি ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতিচ্ছবি। আমাদের উচিত ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একত্রিতভাবে উন্নত বাংলাদেশের পথ রচনা করা।”
সমাবেশে টাঙ্গাইল জেলার আন্দোলনে আহত ও নিহতদের পরিবার ও অভিভাবকগণ অংশ নেন।
এছাড়াও, ২০২৪ সালের গণঅভ্যুত্থান অবলম্বনে নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।