“রক্তে লেখা ইতিহাস ভুলিনি আমরা, মোমশিখায় প্রজ্বলিত হোক স্মৃতির আগুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছাত্র-জনতা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক স.ম. আজাদ, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফাতেমা রহমান বিথী, শিক্ষক ফজলে রাব্বির তাজ, গণসংহতি আন্দোলনের সদর উপজেলা সংগঠক তুষার আহমেদ, সদস্য সচিব ফারজানা জেসমিন, সাংস্কৃতিক কর্মী নিতু সরকার, কানিস ফাতেমা এবং ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রেমা সরকার।
বক্তারা বলেন, “ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে ছাত্র-জনতা রুখে দাঁড়িয়েছিল, সেই চেতনা এখনো জীবিত। যারা দুর্নীতি, লুটপাট, দখল ও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়ছে—তাদেরও ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”
তারা আরও বলেন, “জুলাই অভ্যুত্থান আমাদের গণতন্ত্রের চেতনা ও সংগ্রামের প্রতীক। শহীদদের স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”