টাঙ্গাইল সদর উপজেলার উদ্যোগে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজিত জেলা পর্যায়ের নাজেরা ও হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) পারখী ইউনিয়নের ভিয়াইল মারকাযুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার দুই কৃতি ছাত্রকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পেয়েছে আব্দুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক পেয়েছে মোরসালিন। দু’জনই কালিহাতী উপজেলার ভিয়াইল মারকাযুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, স্থানীয় জামায়াত নেতা এস এম কাদের, মাদ্রাসার সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সেক্রেটারি হাফেজ আব্দুল গফুরসহ স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা গর্ব প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই অর্জন পুরো কালিহাতী উপজেলার জন্যই গর্বের।