আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংযোগ জোরদার করেছেন গণ অধিকার পরিষদ (ট্রাক প্রতীক) এর মনোনয়নপ্রত্যাশী এবং জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি টাঙ্গাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, রেজিস্ট্রিপাড়া ও পোস্ট অফিস এলাকায় ঘুরে ঘুরে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি প্রতিদিন শহর ও গ্রামীণ এলাকায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গণসংযোগে অংশ নেন—করটিয়া ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ইয়াদ আলী, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, অর্থ সম্পাদক মাহতাব মাহি, সহ-দপ্তর সম্পাদক জুবাইদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ সিয়াম ও সংগঠনের অন্য নেতাকর্মীরা।
মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম শফিক বলেন, “নির্বাচিত হতে পারলে সদর উপজেলাকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলবো। মানুষের আগ্রহ ও আস্থা প্রমাণ করে—তারা পরিবর্তন চায়। এই ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।”











