টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে পৌর এলাকার ভাল্লুককান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম রাইজদ্দিন (৩৬)। পরে তার স্বীকারোক্তিতে চুরি যাওয়া টাকা ও খুনের সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। https://youtu.be/p5YUBZyekCo
গত শনিবার রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে লোমহর্ষক এ ঘটনা ঘটে। আট লাখ টাকার লোভে পুর্ব পরিচিত রাইজউদ্দিন ঘরে ঢুকে আল আমিনের স্ত্রী সাত মাসের অন্তসত্বা লাকী বেগম (২২) এবং তাদের চার বছর বয়সী মেয়ে আলিফাকে জবাই করে হত্যা করে। নিহত লাকীর বাবার বাড়ি সদর উপজেলার হুগড়া ইউনিয়নের রামনগর গ্রামে। ওই দিনই নিহত লাকির বাবা হাসমত আলী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।