টাঙ্গাইলে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাঁতার প্রতিযোগিতা। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আদালত পাড়া পুকুর পাড়ে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলামের তত্ত্বাবধানে মুক্ত সাঁতার, চিৎ সাঁতার, বুক সাঁতার ও প্রজাপতি সাঁতার ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফলাফল:
-
বালক বিভাগ (৫০ মিটার চিৎ সাঁতার):
৬ষ্ঠ–অষ্টম শ্রেণীতে ইফতেখার মাহমুদ ১ম, রিফাত ২য়, মুজাহিদ হাসান ৩য়।
নবম–দশম শ্রেণীতে নয়ন ১ম, শান্ত ২য়, ফাহাদুল ৩য়। -
বালিকা বিভাগ (৫০ মিটার চিৎ সাঁতার):
৬ষ্ঠ–অষ্টম শ্রেণীতে অদ্রিজা সরকার লগ্ন ১ম, মাইশা ২য়, নবনিতা বসাক উর্মি ৩য়।
নবম–দশম শ্রেণীতে মুক্তামালা ১ম, এশা ২য়, তাজিন ৩য়। -
বালিকা বিভাগ (৫০ মিটার মুক্ত সাঁতার):
৬ষ্ঠ–অষ্টম শ্রেণীতে অদ্রিজা সরকার ১ম, মাইশা ২য়, নবনিতা বসাক উর্মি ৩য়।
নবম–দশম শ্রেণীতে মুক্তামালা ১ম, এশা ২য়, তানিশা ৩য়। -
বালক বিভাগ (৫০ মিটার মুক্ত সাঁতার):
নয়ন ১ম, শান্ত ইসলাম ২য়, ফাহাদুল ইসলাম ৩য়।
প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান আলো, বিপ্লব দাস, বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের গোলাম মোস্তফা খোকন, কামরুল ইসলাম রনি, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের লাভলী আক্তার এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।