টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাস সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গেছে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক, ৫০টির মতো সিএনজি স্টেশন এবং সব শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় দুই লাখ গ্রাহক। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় জানা যায়, গ্যাস সঞ্চালন লাইনের উপর স্থাপিত পল্লী বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগ দ্রুত কাজ শুরু করেছে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ছানোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত খুঁটি সরিয়ে নতুন খুঁটি স্থাপনের কাজ চলছে। কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
অন্যদিকে টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, “এ ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। খুঁটি অপসারণের পর পাইপ মেরামতের কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।”