টাঙ্গাইলে দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মধুপুরে পিকআপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

এরপর দুপুরে মির্জাপুরে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আরো দুই ব্যক্তি নিহত হয়।

জানা যায়, শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মধুপুরে পিকআপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা ও এক শিশু রয়েছে।

সকাল ৭টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে ওই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল।

নিহত ব্যক্তির বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায় এবং শিশু ও নারীর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল জানান, দুর্ঘটনায় শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়েছেন।

তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

এদিন দুপুরে মির্জাপুরে বাস ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, সখিপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও ডেলিভারি ম্যান নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার