নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুদিনব্যাপী পথ নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর ওই নাট্যোৎসবের উদ্বোধন করেন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে দেশব্যাপী জাতীয় পথ নাট্যোৎসবের অংশ হিসেবে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
শিল্পকলা একাডেমির সহযোগিতায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই নাট্যোৎসবের উদ্বোধনী দিনে বরেণ্য অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান।
পথ নাট্যোৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
বিশেষ অতিথি থাকবেন, টাঙ্গাইলের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আলমগীর খান মেনু।
শুভেচ্ছা বক্তব্য রাখবেন, টাঙ্গাইল থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক জাকির খান ও অনুভূতি প্রকাশ করবেন, টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন।
টাঙ্গাইল পথ নাট্যোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. সেলিম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কুশল ভৌমিক ও প্রণয় কুমার দাস।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থার সভাপতি মো. জাকির হোসেন।
পথ নাট্যোৎসবের প্রথম দিন কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মির্জাপুরের হঠাৎ নাট্যদল নাট্যকার আকতারুল ইসলাম জিন্নাহর নির্দেশনায় ‘বায়োস্কোপ’ এবং টাঙ্গাইলের নগর নাট্যদল নাট্যকার এসএম সোলায়মানের নাটক ‘খেপা পাগলার প্যাচাল’ জেএ মিলনের নির্দেশনায় উপস্থাপিত হয়েছে।
দ্বিতীয় দিন শনিবার (১৮ ফেব্রুয়ারি) একই স্থানে গাজীপুরের নাট্যভূমি নাট্যকার খান শওকত রচিত ‘শহীদ রাসেল’ শাহজাহান শোভনের নির্দেশনায়; টাঙ্গাইল থিয়েটার নাট্যকার শুভঙ্কর চক্রবর্তী রচিত ‘মরা’ রতন দত্তের নির্দেশনায়।
সংকেত নাট্যদল নাট্যকার জহিরুল ইসলাম রচিত ‘জোঁক’ নাটকটি চন্দন দাস ও খন্দকার শাকিলুজ্জামানের নির্দেশনায় পরিবেশন করার কথা রয়েছে। সম্পাদনা – অলক কুমার