টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ, উচ্চমান সহকারী কামরুল হোসেন, অফিস সহকারী আরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মোট ৯০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।