টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম টাঙ্গাইল প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, টাঙ্গাইলের গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি হলো বৈদেশিক রেমিট্যান্স। পশ্চিম টাঙ্গাইলের প্রায় প্রতিটি পরিবার থেকে অন্তত একজন বিদেশে কর্মরত রয়েছেন। তাদের পাঠানো রেমিট্যান্সে এলাকায় বহুতল ভবন নির্মাণসহ অর্থনৈতিক সমৃদ্ধি ঘটছে। এছাড়া এখানকার অনেক মানুষ সরকারি ও বেসরকারি চাকরিজীবী হিসেবে নিয়মিত আয়কর প্রদান করছেন।
তিনি বলেন, পশ্চিম টাঙ্গাইলসহ নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার অসংখ্য মানুষ প্রতিদিন শহরে যাতায়াত করেন। কেউ আসেন দুধ, গরু, ছাগল বা নদীর মাছ বিক্রি করতে, কেউ আসেন চিকিৎসার জন্য, আবার কেউ বিদেশযাত্রার প্রস্তুতিতে। এমনকি মা-বোনদের সন্তান প্রসবের ক্ষেত্রেও শহরের হাসপাতালের ওপর নির্ভর করতে হয়।
জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, বর্ষা মৌসুমে খেয়া পার হতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। শুষ্ক মৌসুমে নদী পার হতে প্রায় দেড় কিলোমিটার হেঁটে যেতে হয়। এসব কারণে অনেক রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে মারা গেছেন, আবার অনেক মা-বোন খেয়াঘাটেই সন্তান প্রসব করতে বাধ্য হয়েছেন। শিক্ষার্থীরাও নিয়মিত দেরিতে স্কুল-কলেজে পৌঁছায়।
সম্প্রতি তার বাবা শাহজাহান আলী হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে সময়মতো চিকিৎসা না পাওয়ায় মৃত্যুবরণ করেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ধলেশ্বরী নদীতে সেতু নির্মাণের দাবিতে বহুবার আন্দোলন, আবেদন ও দেনদরবার করা হয়েছে। অবিলম্বে নদীর ওপর সেতু নির্মাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।