টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল সদর থানার নজরুল ইসলাম (৭০) হত্যা মামলার এজাহারনামীয় আসামী আল মামুন (৩০) র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পাবনা জেলার চাটমোহর থানার শরৎগঞ্জ বাজারে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিসি-২, র্যাব-১২, পাবনা ক্যাম্পের যৌথ আভিযানিক দল তাকে আটক করে।
রবিবার (১১ জানুয়ারি) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত নজরুল ইসলাম (৭০) এর সঙ্গে আসামী আল মামুনের পূর্ব থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। গত ১২ ডিসেম্বর বিকেলে ভিকটিম গালা সাকিনস্থ উত্তরপাড়া ব্রিজ সংলগ্ন চায়ের দোকানে বসে থাকাকালীন বাকবিতণ্ডার একপর্যায় আল মামুন ও সহযোগীরা ভিকটিমকে লক্ষ্য করে হামলা চালায়। মাথায় কিল ঘুষি মেরে গুরুতরভাবে আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর নজরুল ইসলাম মারা যান।
হত্যার ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ মোর্শেদ আলম (৩০) ১৯ ডিসেম্বর টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে র্যাব এজাহারনামীয় আসামী আল মামুনকে গ্রেফতার করতে তৎপর হয়।
গ্রেফতারকৃত আল মামুনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।











