টাঙ্গাইলে নদী, খাল, বিল, জলাশয় এবং ব্রাহ্ম সমাজের ঐতিহ্যবাহী মন্দির ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে জেলা শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শ্রেণির সচেতন নাগরিক অংশ নেন। মানববন্ধনের শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয় এবং পুলিশ সুপার, পৌর প্রশাসক ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অনুলিপি দেওয়া হয়।
কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, ব্যবসায়ী নেতা আবুল কালাম মোস্তফা লাবু এবং অন্যান্য সদস্যরা বক্তব্যে বলেন, “নদী, খাল-বিল ও জলাশয় আজ দখল, দূষণ ও অবৈধ স্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরের শ্যামা বাবুর খাল, ব্রাহ্ম সমাজের মন্দির ও প্রাচীন স্থাপত্যগুলো অযত্ন ও অবহেলার শিকার। এতে কৃষি, পরিবেশ ও জনজীবন বিপন্ন হচ্ছে।”
বক্তারা আরও বলেন, ভূমিকম্পসহ অন্যান্য ঝুঁকি বেড়েছে। অগোছালো নগরায়ন, অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ ও বালু-মাটি উত্তোলনের কারণে নদী ও খাল ধ্বংসের পথে। এছাড়া পর্যাপ্ত জলাশয় না থাকায় অগ্নিকাণ্ড বা অন্যান্য দুর্ঘটনায় পানি সংকট দেখা দিতে পারে।
মানববন্ধনে উপস্থিতরা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে দাবি জানান:
-
শ্যামা বাবুর খাল ও অন্যান্য নদী-খাল বিলের অবৈধ দখল উচ্ছেদ করা হোক।
-
নদী ও জলাশয় খনন ও পুনঃস্থাপন করা হোক।
-
ধর্মীয় ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য পুনঃনির্মাণ ও সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ গ্রহণ করা হোক।
-
স্থানীয় প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
বক্তারা সবাইকে আহ্বান জানান, নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যম মিলিতভাবে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসুক।