টাঙ্গাইলে নদ-নদীর পানি ফের বাড়ছে, দেখা দিয়েছে ভাঙন

নিজস্ব প্রতিবেদক : উজানের পাহাড়ী ঢল ও বৃষ্টিপাতের ফলে টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীতে পানি ফের বৃদ্ধি পাচ্ছে।

ফলে জেলার নিম্নাঞ্চলে প্রবেশ করায় টাঙ্গাইল সদর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর ও বাসাইল উপজেলার নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে।

ফলে এসব এলাকায় নতুন করে ভাঙনে বসতভিটা হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ; এছাড়াও পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। ক্ষতি হচ্ছে আমন ধানসহ বিভিন্ন ফসল।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) রেজাউল করিম জানান, কয়েকদিন ধরে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীতে ফের পানি বৃদ্ধি পাচ্ছে।

এতে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার; ধলেশ্বরীর নদীর পানি ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার; ঝিনাই নদীতে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান,উজানের ঢল ও বৃষ্টির কারণে যমুনাসহ বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে।

যে এলাকায় ভাঙন শুরু হয়েছে সেসব এলাকায় ভাঙনরোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে। সম্পাদনা – অলক কুমার