টাঙ্গাইলে সদ্য নিয়োগ পাওয়া সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট বজলুর রহমান মিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আইনজীবীরা অভিযোগ করেন, বজলুর রহমান আওয়ামী লীগের দোসর এবং তার পূর্বে দেওয়ানি মামলা পরিচালনার অভিজ্ঞতা নেই। ফলে সাধারণ আইনজীবীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তারা আইন সচিবের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর আবেদন করে তার নিয়োগ বাতিল করে অন্য কোনো যোগ্য আইনজীবীকে জিপি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ৫ মার্চ আদালতের জিপি আব্দুল বাকী মিয়ার মৃত্যু হলে অতিরিক্ত জিপি মোয়াজ্জেম হোসেন বাবুল ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে গত ১০ আগস্ট অ্যাডভোকেট বজলুর রহমানকে আইন মন্ত্রণালয় থেকে নতুন জিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ ঘোষণার পর থেকেই আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
টাঙ্গাইল জেলা বার সমিতির সভাপতি জহুর আজহার খান জানান, “পরিস্থিতি শান্ত রাখতে বজলুর রহমানকে সাময়িকভাবে অফিস না করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা উপেক্ষা করেছেন।”
অন্যদিকে, সদ্য নিয়োগ পাওয়া জিপি বজলুর রহমান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কখনো কোনো দলের দোসর ছিলাম না। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল আমার নিয়োগকে ঘিরে অপপ্রচার চালাচ্ছে।”