টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, টাঙ্গাইলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি দমনে কঠোরভাবে কাজ করা হবে। তিনি আরও বলেন, কেউ যেন মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে—এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএমসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











