টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর অদম্য জেলার দায়িত্বশীল ও সিনিয়র আজীবন সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠান।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রের একটি রেস্টুরেন্টে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার কোর ভলেন্টিয়ার ইবনে সাইম রানা, জেলা প্রতিনিধি ইকবাল হোসেন, মাজেদুল ইসলাম, মুকুল মিয়া, সাগরিকা ইকবাল, আবিরুল হাসান সোহেল, সরকার মমিনুল ইসলাম, খাদিজা হোসেন, মাহবুবুর রহমান, শিহাব উদ্দিন, শেখ মানিক, মামুন জেএম, রমজান আলী, রিয়াদুল হাসান রানা, মাকসুদা আক্তারসহ প্রায় ৮০ জন সিনিয়র ও আজীবন সদস্য অংশগ্রহণ করেন।
এই পুনর্মিলনীতে জেলার উদ্যোক্তা কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সবাই একমত হন যে, টাঙ্গাইলকে ‘উদ্যোক্তা বান্ধব জেলা’ হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার কোনো বিকল্প নেই।
আয়োজকরা জানান, মূলত পুরনো ও নতুন দায়িত্বশীলদের মধ্যে সেতুবন্ধন তৈরি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।