টাঙ্গাইলের সখীপুরে দশ বছর বয়সী স্কুলছাত্রী জিহাদর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সখীপুর উপজেলার বেতুয়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ অবুল কালাম ভূঞা জানান, মৃত জিহাদ ওই এলাকার প্রবাসী আনিস মিয়ার ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মৃতের চাচাত ভাই জনি বলেন, “সন্ধ্যার পর জিহাদের সঙ্গে তার চাচাতো ভাইয়ের ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে জিহাদের মা তাকে বকাঝকা করেন। জিহাদ এরপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে। রাত ৮টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
স্থানীয়রা বলেন, “ঘটনাটি মর্মান্তিক। এটি বাবা-মায়ের জন্য শিক্ষণীয়, শিশুদের প্রতি কেমন আচরণ করা উচিত তা শিখতে হবে।”
ওসি অবুল কালাম ভূঞা জানান, মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় আনা হয়। পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।










