টাঙ্গাইলে করোনা ভাইরাস আতঙ্কে পণ্যের কৃত্রিম সংকট তৈরি ও দাম বেশির রাখার অভিযোগে টাঙ্গাইল সদর, কালিহাতী ও গোপালপুর উপজেলায় ২০ অসাধু ব্যবসায়ীকে ২ লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে শহরের পার্ক বাজারে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আতিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার ১৩ জনকে ১ লাখ ৬০ হাজার,গোপালপুর উপজেলার ৫ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস।কালিহাতী উপজেলার ২ জনকে ৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান।
দন্ডপ্রাপ্তরা পেঁয়াজ ব্যবসায়ী ও চাল ব্যবসায়ী। সদর উপজলার দন্ডপ্রাপ্তরা হলেন- চাঁন মিয়া, আক্তার হোসেন, সোহেল মিয়া, গোবিন্দ সরকার, সবুজ মিয়া, হাসু মিয়া, আকমল হোসেন, জোয়াহের আলী, সেকান্দার হোসেন, সিদ্দিকুর রহমান, মোসলেম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন এবং আমিনুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ১৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। কালিহাতী উপজেলার রামপুর ভাষানী মার্কেটে দন্ডপ্রাপ্ত ব্যবসাীরা হলেন, চাল ব্যবসায়ী মানিক ও পেয়াজ ব্যবসায়ী স্বপন। এছাড়াও গোপালাপুরের ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।