টাঙ্গাইলে দুইদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পুুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন, কন্সটেবল মো. সাইদুল ইসলাম (৪২) ও কন্সটেবল আরমান রায়হান (২৪)। দুইজনই পরপর দুইদিনের সকালে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
পুলিশ সুপার কার্যালয় সূত্র জানা যায়, বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কন্সটেবল মো. আরমান রায়হান (২৩) মোটরসাইকেল যোগে শহরের কুমুদীনি কলেজ মোড় থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় সাদৎ কলেজের একটি শিক্ষার্থী যাতায়াতের বাস গণপূর্ত ভবনের সামনে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত পুলিশ সদস্য টাঙ্গাইল সদর থানায় কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি গ্র্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
এর আগে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে কন্সটেবল মো. সাইদুল ইসলাম (৪২) রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহত সাইদুল ময়মনসিংহ জেলার কোতয়ালী উপজেলার চরশির্তা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া জানায়, পরপর দুইদিনের ঘটনা দুটি অত্যন্ত দুঃখজনক। তিনি সকলকে আরো সাবধানতার সাথে চলাচলের অনুরোধ করেন।