টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া গ্রামের পাঁচ বছর বয়সী শিশুর মরদেহ বাড়ীর পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে গ্রামবাসী শিশুটির মরদেহ পুকুর থেকে তুলে পরিবারের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শিশুটি নানীর কাছে খেলতে গিয়ে নিখোঁজ হয়। শিশুর বাবা হাবিবুর রহমান স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকায় নানী তার দেখাশোনা করছিলেন। নানী সকালে শামুক সংগ্রহ করতে বাড়ীর পাশে পুকুরে গেলে আব্দুল্লাহ সবার অগোচরে পুকুর পাড়ে চলে যায় এবং নিখোঁজ হয়।
শিশুটি নিখোঁজ হওয়ার পর স্বজনরা দিনভর খোঁজাখুঁজির পর গোপালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি স্থানীয়রা ফেসবুকে হারানো শিশুর ছবি ও তথ্য শেয়ার করেন।
পরদিন বুধবার সকালে গ্রামবাসী পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের কাছে খবর দেয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে সনাক্ত করেন। নবগ্রাম দাখিল মাদরাসা মাঠে জানাজা নামাজ শেষে শিশুটিকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন ভূঞা সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং খবরের সত্যতা নিশ্চিত করেছেন।