টাঙ্গাইলে নতুন করে আরো ১০ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার মোট শনাক্তের সংখ্যা ৩২৯ জন। রোববার (১৪ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, গত ০৯ জুন তারিখে পাঠানো ১০২টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ১০টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ৩ জন, মির্জাপুরে ১ জন, ঘাটাইল ২ জন, ধনবাড়ি ২, ভূঞাপুর ১, সখীপুর ১ জন। এদের মধ্যে একজন পুুুলিশের এসআই এবং কনস্টেবল রয়েছেন।
টাঙ্গাইলে সর্বমোট পজিটিভ ৩২৯ জন। এর মধ্যে এর মধ্যে মির্জাপুর ৭৬, সদর ৪৯, নাগরপুর ৩২, কালিহাতী ৩০, মধুপুর ২৮, দেলদুয়ার ২৬, ঘাটাইল ২১, ধনবাড়ী ২০, গোপালপুর ১৭, ভূঞাপুর ১৩, সখিপুর ১৩ এবং বাসাইল ৪।
এই সময়ে টাঙ্গাইলে ৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ঘাটাইল উপজেলায় একজন পুলিশ সদস্য রয়েছেন। তিনি গাজীপুর পুলিশ লাইনে এসআই হিসেবে কর্মরত। তিনি সম্প্রতি বাড়িতে আসলে উপসর্গ থাকায় হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। পরে নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। অপরদিকে টাঙ্গাইল পুলিশ লাইনের আরেক জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি পুলিশ লাইনের কনস্টেবল। তার হালকা জ্বর ছিলো।