টাঙ্গাইলে রেমিট্যান্স যোদ্ধার সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ

প্রবাসীর সন্তানদের ভাতার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে টাঙ্গাইলে প্রবাসী কর্মীর সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধিভাতার চেক বিতরণ হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন – করটিয়া হাটের ভিটি বরাদ্দে দুর্নীতি পেয়েছে দুদক

এতে প্রধান অতিথি ছিলেন, ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) শোয়াইব আহমাদ খান।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল হাসান প্রমুখ।

আরো পড়ুন – বাসাইলে রিসোর্ট ও স্পা সেন্টারের কারণে নিরাপত্তা ঝুঁকিতে বালিকা বিদ্যালয়ের মেয়েরা

জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কর্মীর চার জন প্রতিবন্ধী সন্তানকে ১২ হাজার টাকা করে, ২১ জন এসএসসি পরীক্ষার্থী ও ১৭ জন এইচএসসি পরীক্ষার্থীর মাঝে ২৭ হাজার ৫০০ টাকা করে চেক বিতরণ করা হয়। সম্পাদনা – অলক কুমার