টাঙ্গাইলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শহরের কালিপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী আশ্রমের উদ্যোগে মন্দির প্রাঙ্গনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মির্জাপুর কুমুদিনী হাসপাতালের ডা. দ্বীপ রায়এমবিবিএস।

এসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন লোকনাথ ব্রাহ্মচারী আশ্রমের সভাপতি প্রদীপ কুমার রায়।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতীক সূত্রধর (দিব্য)।

এসময় এলাকার সকল শ্রেণির মানুষ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসেন।

এর আগে সকালে পূজারীরা পবিত্র হয়ে পূজা মন্ডপে আসতে থাকেন।

তারা পূজার পুরোহিতকে সহযোগিতা করেন এবং দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন।

এসময় করোনা ভাইরাসসহ সকল অপশক্তির প্রভাব থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সম্পাদনা – অলক কুমার