টাঙ্গাইল পৌর শহরের ঐতিহ্যবাহী আদি টাঙ্গাইল বায়তুল আমান (ছাপড়া) জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত এ ক্যাম্পে প্রায় ১৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. সাইফুল ইসলাম স্বপন। তাকে সহযোগিতা করেন ফিজিওথেরাপিস্ট লাভলু মিয়া এবং রেজা মমতাজ মেডিকেল ও সেন্ট্রাল হাসপাতালের স্টাফরা। তারা ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও ওজন মাপার সেবা প্রদান করেন।
সকাল ৯টায় ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক মৌলভী শিক্ষক মোসলেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম হাফেজ মুফতী ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বপন, সমাজের সাধারণ সম্পাদক সাকিব হোসেন ইফুন, কোষাধ্যক্ষ ইছহাক উদ্দিন ও মুয়াজ্জিন দেলোয়ার হোসেন।
ক্যাম্পটি আয়োজন করে আদর্শ আদি টাঙ্গাইল গ্রুপ। অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা রোগীদের পাশে থেকে সহযোগিতা করেন।